
পাকিস্তান সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের মাঠে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচের জন্য জন্য মুহাম্মদ ওয়াসিমের নেতৃত্বে ১৫ সদস্যে দল ঘোষণা করেছে আমিরাত ক্রিকেট।
আগামী ১৭ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতি দিয়ে ১৯ মে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজায়।
আরব আমিরাত স্কোয়াড: মুহাম্মদ ওয়াসিম, রাহুল চোপড়া, আয়ান খান, মুহাম্মদ জোহাইব, মুহাম্মদ জাওয়াদউল্লাহ, মতিউল্লাহ খান, হায়দার আলি, ইথান ডিসুজা, ধ্রুব পরাশর, আসিফ খান, আরিয়ানশ শর্মা, আলিসান শারাফু, সগির খান, সিমারজিত সিং
উল্লেখ্য, দু’দলের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। সেবারও আরব আমিরাতের বিপক্ষে এই শারজাহতেই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা। সেই সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল সফরকারীরা। সবমিলিয়ে তাদের বিপক্ষে খেলা তিনটি টি-টোয়েন্টি ম্যাচেই জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।