ইতালির বিরোধী দলের সংসদ সদস্য (এমপি) রিকার্ডো মাজিকে স্থানীয় সময় বুধবার (১৪ মে) সংসদ অধিবেশন থেকে বের করে দেয়া হয়েছে। কারণ—তিনি ‘ভুতের বেশে’ পার্লামেন্টের অধিবেশনে প্রবেশ করেছেন। সবাইকে ভয় দেখাতে চেয়েছিলেন তিনি। সেই সাথে ছিল দেশটিতে আসন্ন নির্বাচন নিয়ে কিছু অভিযোগ। তবে, হয়েছে উল্টো ঘটনা। কেউ তো ভয় পেলেন না, বরং সিকিউরিটি সদস্যরা এসে তাকে ধরে সংসদ থেকে বাইরে নিয়ে যান। বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘+ইউরোপা’ দলের সদস্য মাজি ভূতের বেশে সাদা চাদর পরেছিলেন, যাতে লেখা ছিল ‘রেফারেন্ডাম’। সংসদে তিনি চিৎকার করে অভিযোগ করেন, আগামী মাসে হওয়া বেশ কয়েকটি জাতীয় গণভোটে ভোটার অংশগ্রহণ নিরুৎসাহিত করতে সরকার চেষ্টা করছে।

এই গণভোটগুলোর মধ্যে রয়েছে বিদেশিদের জন্য ইতালির নাগরিকত্বের শর্ত এবং কিছু শ্রম সংস্কার আইন বাতিলের বিষয়। রিকার্ডো ম্যাগি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারকে জনগণের তদন্ত এড়াতে ইচ্ছাকৃতভাবে ভোটদানে বিরত থাকার প্রচারণা চালানো’র জন্য অভিযুক্ত করেন।

সংসদের স্পিকার লরেঞ্জো ফন্টানা মাজিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলে, সংসদ গার্ড ও পাঁচজন নিরাপত্তাকর্মী তাকে জোর করে বের করে দেয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *