সবশেষ বিশ্বকাপ জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অথচ রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদে নেই কোনো আর্জেন্টাইন ফুটবলার! খরাটা কাটতে চলেছে নতুন মৌসুমে। ক্লাব বিশ্বকাপের আগেই রিয়াল আনতে চলেছে আর্জেন্টাইন ২০ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাজকে।  

রিয়ালের একাডেমিতেই বেড়ে উঠেছেন নিকো পাজ। ২০২৩-২৪ মৌসুমে রিয়ালের জার্সিতে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ আর লা লিগা। তারপরও এই মিডফিল্ডারকে রিয়াল ৬ মিলিয়ন ইউরোয় বিক্রি করেছিল ইতালিয়ান ক্লাব কোমোর কাছে।

এই মৌসুমে কোমোর হয়ে আলো ছড়িয়ে আবারও রিয়ালের নজর কেড়েছেন নিকো পাজ। চুক্তি অনুযায়ী রিয়াল তাকে কিনতে পারবে ৮ মিলিয়ন ইউরোয়। টনি ক্রুস ক্লাব ছাড়ার পর মাঝমাঠের দুর্বলতা কাটাতে সেই পাজকেই রিয়াল ফেরাচ্ছে বলে জানিয়েছে একাধিক স্প্যানিশ সংবাদ মাধ্যম। রিয়ালের নতুন কোচ হতে চলা জাবি আলনসোও চান নিকোকে। আগামী সপ্তাহেই নিশ্চিত হয়ে যেতে পারে নিকোর রিয়ালে ফেরার আনুষ্ঠানিতা।

এদিকে বার্সেলোনা নতুন চুক্তি করতে চলেছে লামিনে ইয়ামালের সঙ্গে। ১৩ জুলাই ১৮ বছরে পা রাখবেন ইয়ামাল। সেদিনই বার্সা নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে জানিয়েছেন খোদ বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা।

স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে নতুন চুক্তিতে ইয়মালের বাই আউট ক্লজ হবে ১ বিলিয়ন ইউরো। অর্থাৎ কোনো ক্লাব তাকে কিনতে চাইলে দিতে হবে ১ বিলিয়ন ইউরো। পাশাপাশি লিওনেল মেসির ১০ নম্বর জার্সিও পাবেন ইয়ামাল।

বার্সেলোনায় এই জার্সি পড়ে খেলেছেন ব্রাজিলের রোনালদো ও রোনালদিনহো, আর্জেন্টিনার হুয়ান রিকেলমে আর মেসি। সবশেষ এই জার্সি পড়ে খেলেছেন আনসু ফাতি। ছন্দ হারানো ফাতিকে মৌসুম শেষে ছেড়েই দিচ্ছে বার্সা, এমন গুঞ্জন রয়েছে স্প্যানিশ মিডিয়ায়। ফাতি চলে গেলে তার জার্সিটা পড়বেন এবারের মৌসুমে ৫৪ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করা ইয়ামাল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *