স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্যপণ্যসহ অন্তত সাত ধরনের পণ্য আমদানিতে ভারতে নিষেধাক্কার ফলে সে দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। Ezoic

রবিবার (১৮ মে) সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা জানান, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। তিনি জানান, বাংলাদেশ থেকে তৈরি পোশাক ভারতে স্থলপথে রপ্তানি নিষেধাজ্ঞায় ভারতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। 

Ezoicউপদেষ্টা আরো জানান, প্রতিযোগিতার সক্ষমতার ভিত্তিতে বাংলাদেশ ভারতে পণ্য রপ্তানি করে থাকে। 

শনিবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য সহ অন্তত সাত ধরনের পণ্য আমদানিতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। যা বাংলাদেশের ব্যবসায়ীদের পণ্য রপ্তানিতে বড় ধরনের জটিলতা তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশকে দিয়ে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ট্রান্সশিপমেন্টের কোন প্রভাব এই মুহূর্তে আমাদের উপরে নাই। আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা নিজস্বভাবেই এই সমস্যার সমাধান করেছি।Ezoic

তিনি আরও বলেন, ভৌগোলিকভাবে কানেক্টেড দুটো দেশ। সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয়ে বা অন্যান্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি ভারতও করে। এটা একটা চলমান প্রক্রিয়া। এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *