ইউরোপীয় রাজনৈতিক নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আলবেনিয়ায় গেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। লাল গালিচা ধরে যখন ইতালির প্রধানমন্ত্রী এগিয়ে আসছিলেন, তখন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা ছাতা পাশে রেখে বৃষ্টির মধ্যে প্রার্থনার ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে পড়েন।

এ সময় সামনে এগিয়ে মেলোনি হেসে বলেন, এদি এটা করো না।

এরপর মেলোনো উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে ইংরেজিতে রসিকতা করে বলেন, তিনি এটা শুধু আমার সমান উচ্চতা হওয়ার জন্যই করেন।

এদি রামা ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা। যা ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার মেলোনির চেয়ে অনেক বেশি

রামা আলবেনিয়ার সমাজতান্ত্রিক দলের নেতা। আর মেলোনি ইউরোপের ডানপন্থি রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধি। তবুও তাদের মধ্যে একটি সুস্পষ্ট পারস্পরিক বোঝাপড়া দেখা যায়।

এর আগেও রামা আবুধাবিতে একইরকম ঘটনা ঘটিয়েছিলেন। সাংবাদিক ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সামনে হাঁটু গেড়ে বসে মেলোনিকে জন্মদিন উপলক্ষে একটি স্কার্ফ উপহার দিয়েছিলেন তিনি। এমনটা তিনি ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত এক সম্মেলনেও করেছিলেন।

ইতালির ভূ-রাজনৈতিক ম্যাগাজিন লিমসের বৈজ্ঞানিক পরামর্শ বোর্ডের সদস্য জারমানো ডোত্তোরি বলেন, তিনি একজন ভদ্রলোক, আর মেলোনির মাঝে আছে আকর্ষণ।

মেলোনি ধনকুবের ইলন মাস্ককেও মুগ্ধ করেছেন। মাস্ক মেলোনির নীতির একজন ভক্ত বলে জানিয়েছেন। মেলোনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গেও ঘনিষ্ঠ এবং প্রায়ই হাসি-তামাশায় দেখা যায় তাদের।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *