
রংপুরের মিঠাপুকুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী চাচার বিরুদ্ধে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানা অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগের পর অভিযুক্ত প্রতিবেশী চাচা সম্পর্কে মাসুদ মিয়াকে গ্রেফতার করেছেন মিঠাপুকুর থানা পুলিশ।
শনিবার (১০ মে) দুপুরে উপজেলার ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের পশ্চিম গেনারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযুক্ত মাসুদ গেনারপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় তিনি একজন দিনমজুর।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা শিশুটি সহজ সরল ও বোকা স্বভাবের। যার সুযোগে শিশুটিকে প্রতিবেশী চাচা মাসুদ প্রায়ই বিস্কুট এবং চকলেটের প্রলোভন দেখাতেন এবং তাকে ফুসলিয়ে ধর্ষণ করতেন। বিভিন্ন সময়ে শিশুটিকে ধর্ষণের কারণে শিশুটি ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এদিকে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে তার মা এবং খালার সন্দেহ হলে আজ শনিবার সকালে হাসপাতালের প্রাথমিক টেস্ট করে জানতে পারেন শিশুটি অন্তঃসত্ত্বা। পরে শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে, শিশুটি বলেন, প্রতিবেশী চাচা মাসুদ দীর্ঘদিন থেকে তার সঙ্গে খারাপ কাজ করে আসছে। এসময় চকলেট বিস্কুট দেওয়ার কথাও জানায় সে।
ভুক্তভোগি শিশুটির মা বলেন, মোর বেটির বয়স কেবল ১৩ বছর। উয়ার একনা মানসিক রোগ আছে। মাসুদ মোর বেটির সম্পর্কে চাচা হয়। তারপও ওয় মোর বেটির সর্বনাশ করিল, আমি মাসুদের ফাঁসি চাই।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনা জানার পর পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।