ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিনদিন পর আখ খেতে মিললো এক নির্মাণ শ্রমিক কিশোরের অর্ধগলিত মরদেহ।

শনিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চর ভাটপাড়া গ্রামের আজিবর মেম্বারের আখ খেতে মৃতদেহটি দেখতে পায় নিহতের পিতা। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত কিশোরের নাম তুহিন শেখ (১৩)। সে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চর ভাটপাড়া গ্রামের মো. আরব আলী শেখের ছেলে। কিশোরটি নির্মাণ শ্রমিকের সহযোগী হিসেবে কাজ করতো।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১মে) সকালে ভাটপাড়া গ্রামের শহিদ মোল্যার বাড়ীতে কাজ করতে বের হয় তুহিন শেখ। সন্ধ্যায় বাড়ি না ফিরলে খোঁজ নিয়ে জানতে পারে ১মে শ্রমিক দিবস উপলক্ষ্যে কাজ বন্ধ ছিলো। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। নিখোঁজের পর থেকেই আত্মীয় স্বজনসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি অব্যাহত রাখে তারা।

গ্রামের একজন জানায় বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে ফেরার পথে তুহিনকে গ্রামটির আজিবর মেম্বারের আখ খেতের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। সন্দেহ হলে নিহতের পিতা আরব আলী শেখ শনিবার সন্ধ্যার দিকে আখ খেতে খুঁজতে যায়। খেতের পাশে গেলেই উৎকট গন্ধ পেয়ে খেতের মধ্যে খোঁজাখুঁজির এক পর্যায়ে খেতের আলে একটি ছোট্ট জিকা গাছের কাছে গলায় গামছা দিয়ে ফাঁস দেয়া মরদেহটি দেখতে পায় নিহতের পিতা আরব আলী শেখ। এ সময় তার চিৎকারে এলাকার লোক এসে পুলিশকে খবর দেয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, রাত আটটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তিনদিন আগে ছেলেটা নিখোঁজ হলেও পরিবার কোনো অভিযোগ দেয়নি। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *